বাংলাদেশ

দৈনিক সংক্রমণে রেকর্ড পদ্মাপার

করোনায় আক্রান্তের দিক দিয়েও পিছিয়ে নেই বাংলাদেশ। একদিনে ৬৪৬৯ জনের আক্রান্ত হওয়া এবং ৫৯ জনের মৃত্যুর ঘটনা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। দুই শতাংশের কিছু ওপরে থাকা করোনার সংক্রমণ হঠাৎ ফুঁসে উঠেছে। সকল চেষ্টাকে অকার্যকর করে দিয়ে রেকর্ড করে চলেছে করোনার সংক্রমণ। জাতীয় সংসদ থেকে করোনার বৃদ্ধিতে উদ্বেগপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
সব রাজনৈতিক, সামাজিক, বিনোদনমূলক অনুষ্ঠান, পর্যটনকেন্দ্র, সিনেমাহল ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়েছে। বইমেলা বন্ধের সুপারিশ আসছে। স্থগিত করা হয়েছে দেশের সকল নির্বাচন। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মানতে হচ্ছে গণপরিবহণে। মাস্ক পরার পাশাপাশি গাড়িতে চড়ার সময় হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এখনও পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০৫।
মৃত্যু সব চেয়ে বেশি ঢাকা বিভাগে– ৪০ জন। ৫ জন করে মারা গিয়েছেন চট্টগ্রাম ও সিলেট বিভাগে, ৪ জন খুলনা বিভাগে, ২ জন করে মারা গিয়েছেন রাজশাহী ও রংপুর বিভাগে এবং ১ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। দিনে আক্রান্তর সংখ্যা বাড়ার সঙ্গে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার নিরিখে তুলনায় শনাক্তের হারও বেড়ে দাঁড়িয়েছে ২২.৯৪%, যা গত ৯ আগস্টের পর সর্বোচ্চ।