করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ

নতুন করে উদ্বেগ, দেশের করোনা পরিসংখ্যানে

ওমিক্রন আতঙ্কের পাশাপাশি সার্বিকভাবে দেশের করোনা পরিসংখ্যান নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। করোনায় মৃতের পরিসংখ্যান সংশোধন করেছে একাধিক রাজ্য। ফলে একদিনে দেশে মৃতের সংখ্যা বিপুল মাত্রায় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৬ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে গোটা দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ওড়িশা, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জন এর।

তবে ভাল খবর, সংক্রমণের হার বাড়লেও করোনার অ্যাকটিভ কেস কিছুটা কমেছে। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৯৯ হাজার ১৫৫ জন। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৭৭৪ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছেন।

ফের টিকাকরণে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। কারণ চিন্তার ভাঁজ ফেলছে ওমিক্রন।  শুধু গত ২৪ ঘন্টাতেই দেশে টিকা পেয়েছেন এক কোটির বেশি মানুষ। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১২৭ কোটি ৬১ লক্ষ ৮৩ হাজার ৬৫টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। শনিবার এর মধ্যে ১ কোটি ৪ লক্ষ ডোজ দেওয়া হয়েছে।