দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দু’দিনের মধ্যেই এ ঘোষণা করল আপ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আপ পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন।
এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতীশি মারলেনা সিং। পাশাপাশি পূর্ত ও রাজস্ব দপ্তর ছিল তাঁর হাতে। এদিকে আজই কেজরিওয়ালের উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেওয়ার কথা। রবিবার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেজরিওয়াল। অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়ে প্রায় ছয় মাস তিহার জেলে ছিলেন তিনি। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি ঘটে তাঁর। তারপরই গত রবিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কথা জানান কেজরিওয়াল।