বাংলাদেশ

বাংলাদেশের নয়া হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

দেশে ফিরলেন বাংলাদেশের বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। যশোরের বেনাপোল–হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ফিরেছেন তিনি। সূত্রের খবর, এবার ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) হচ্ছেন তিনি। শনিবার নয়াদিল্লি থেকে ত্রিপুরা হয়ে সোমবার ঢাকা পৌঁছে নিজের দায়িত্বভার বুঝে নেবেন নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার কার্যকাল শেষ হলে, তাঁর জায়গায় দায়িত্বভার বর্তায় রিভা গঙ্গোপাধ্যায় দাশের উপর। তিনি হন নতুন হাইকমিশনার। তাঁর সময়ে ভারত–বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।
গত বুধবার তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়। তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা শেষ করেন। ওইদিনই বিদায় নেওয়ার কথা থাকলেও, ভারত–বাংলাদেশের যৌথ পরামর্শদাতাদের জরুরি বৈঠক থাকায় তিনি ফিরতে পারেননি।
এখন বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের পূর্বাঞ্চলের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি চায় বিদেশ মন্ত্রক। তবে কবে থেকে নতুন কার্যভার গ্রহণ করবেন রিভা গাঙ্গুলী দাশ তা এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।