বাংলাদেশ ব্রেকিং নিউজ

‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বাংলাদেশি যুবকের বিজ্ঞাপনে উত্তাল নেটদুনিয়া

“শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই (সকাল ও দুপুর), প্রথম থেকে দ্বাদশ (অংক ছাড়া)” – বাংলাদেশের বগুড়ার বেকার যুবক আলমগীর কবিরের বিজ্ঞাপন ঘিরে উত্তাল নেট দুনিয়া।

রবি ঠাকুরের ‘বাঁশি’ কবিতার নায়ক খাওয়া-দাওয়া পেত দত্ত বাড়ির ছেলে পড়িয়ে। বাংলাদেশের সুজলা-সুফলা-শস্য-শ্যামলা ভূমিতে বেড়ে ওঠা যুবক আলমগীরের জীবন যেন কোথাও সেই কবিতার নায়কের জীবনেরই মত।

বাংলাদেশের বগুড়ার জহুরুল এলাকায় বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে দেওয়া বিজ্ঞাপনের ছবি এখন নেটমাধ্যমে রীতিমত ভাইরাল। বিজ্ঞাপনে লেখা হয়েছে “শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।”

আলমগীর ওই বিজ্ঞাপনে নিজেকে বেকার বলে উল্লেখ করে লেখেন, তিনি প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অঙ্ক ছাড়া সব বিষয় পড়াতে চান, শুধু দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে। সাথে উল্লেখ করেছেন নিজের ফোন নম্বর।

জানা গেছে, আলমগীর আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। এই মুহূর্তে চাকরির জন্য ছুটে চলেছেন। পাশাপাশি তিনি একটি গৃহশিক্ষকতা করেন। বাংলাদেশি মুদ্রায় পান হাজার দেড়েক টাকা। এর থেকেই তাঁর চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপ, ডাক্তার-ওষুধ, হাতখরচ চলে। সব চালিয়ে বাকি ক’টা টাকায় দু’বেলা অন্ন সংস্থান একপ্রকার অসম্ভব। তাই এমন গৃহশিক্ষকতা খুঁজছেন তিনি। যাতে তাঁর দু’বেলা ক্ষুন্নিবৃত্তি চিন্তা লাঘব হয়।

জয়পুরহাট পাঁচবিবির বাসিন্দা আলমগীর কবীরের এমন আর্ত বিজ্ঞাপন নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকের মনে দাগ কেটেছে। আবেগ মথিত করেছে। তাই অনেকে তাঁকে ফোন করেছেন। কেউ কেউ চাকরির প্রস্তাবও দিয়েছেন।