রাজ্য

নেতাজি বিশ্ববিদ্যালয়–মনুমেন্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র জন্মদিনকে একতরফাভাবে পরাক্রম দিবস ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার। কারও কোনও সুপারিশ তারা শোনেনি। এবার রাজ্যের পক্ষ থেকে পাল্টা মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বেশ কয়েকটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘‌নেতাজি যথার্থই দেশ নায়ক ছিলেন। দেশের অখণ্ডতায় গভীর বিশ্বাস ছিল তাঁর। তাই দেশনায়ক দিবস হিসাবেই আমরা এই দিনটি পালন করছি।’‌
এমনকী নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী জানান যে, ‘‌আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে মনুমেন্ট তৈরি হয়েছে। রাজ্য সরকারের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয়ও তৈরি হয়েছে। যেটি বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে।’‌ আজ রাজ্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজ্যের পক্ষ থেকেই এই ঘোষণা নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আজ বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে বলেও টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আজ একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই বছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজও নেতাজিকে উৎসর্গ করা হবে। আজ ১২.১৫-তে একটি সাইরেন বাজানো হয়। সকলকে বাড়িতে শঙ্খ বাজানোর আহ্বান জানানো হচ্ছে। ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করুক কেন্দ্র। উল্লেখ্য, আজ শহরজুড়ে একের পর এক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রীর মতো হেভিওয়েটরা তালিকায়। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বিশেষ কড়াকড়ি থাকছেই।