জেলা

সেজে উঠেছে নেতাজির পৈতৃক বাড়ি

শনিবার দেশ জুড়েই পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর নতুনভাবে সেজে উঠছে নেতাজির পৈতৃক ভিটে। বসুবাড়ির হেরিটেজ অক্ষুণ্ণ রেখেই এবার নেতাজির পৈতৃক বাসভবনকে সাজিয়ে তোলা হয়েছে। নেতাজির ১২৫তম জন্মদিনেই সুভাষগ্রামের কোদালিয়ার এই বাসভবনকে দেখতে পাবেন দর্শনার্থীরা। নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালাও দেখা যাবে। তবে, কোভিড বিধি মেনে, মুখে মাস্ক পরে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ৫ জন সংগ্রহশালায় প্রবেশ করতে পারবেন।
২০১৩ সালের ২২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার একটি সরকারি সভা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির পৈতৃক বাসভবন দেখতে আসেন। তখনই ওই বাড়ির ভগ্নদশা দেখে তিনি বিস্মিত হন। তখনই তিনি ওই বাড়িকে হেরিটেজ ঘোষণা করেন। তার পর থেকেই হেরিটেজ কমিশন ও রাজ্যের পূর্ত দপ্তর মিলে ওই বাসভবনের সংস্কার শুরু করে।
২০১৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত চলে এই সংস্কারের কাজ। ৯০% কাজ শেষ হলেও ২০২০ সালে কোভিডের জন্য বাকি কাজ শেষ করা যায়নি। বসু পরিবারের সম্মতি নিয়েই জানকীনাথ বসু বাড়িটিকে যেভাবে তৈরি করেছিলেন ঠিক সেই আদল বজায় রেখেই সংস্কারের কাজ করা হয়েছে। সেই কড়ি–বড়গা, কাঠের জানলা, টালির চাল, ইট বিছানো পথ সব কিছুই সুচারুভাবে করা হয়েছে।