দেশ লিড নিউজ

নেতাজিকে নিয়ে কমিটি গড়ল কেন্দ্রীয় সরকার

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী স্মরণের উদ্দেশ্যে ভারত সরকার একটি উচ্চ–পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিল। ২০২১ সালের ২৩ জানুয়ারি শুরু হবে এক বছর ব্যাপী উদযাপন। এই ‘হাই লেভেল কমেমোরেশন কমিটির’ নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
সুভাষচন্দ্রের অসম সাহসিকতা, উপনিবেশবাদ প্রতিরোধে তাঁর বিপুল অবদান এবং দেশবাসীর মঙ্গলবিধানে তাঁর গভীর চিন্তার জন্যই তাঁকে সারা বছর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বলা হয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির বিশাল অবদানের কৃতজ্ঞতা হিসাবে এক বছর ব্যাপী এই স্মৃতি–উৎসবের সিদ্ধান্ত। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিবৃতি প্রকাশের পরে নেতাজি নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরেজির পাশাপাশি বাংলাতেও তিনি লিখেছেন, ‘নেতাজী সুভাষ বসুর সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ট এই জননেতার ১২৫তম জন্মজয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। তাই একটি উচ্চ–পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি।’
উক্ত কমিটিতে থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক, নেতাজি বিশেষজ্ঞ এবং নেতাজির পরিবারের সদস্য। ভারতে এবং ভারতের বাইরেও যেখানে যেখানে সুভাষজয়ন্তী অনুষ্ঠিত হবে সেখানেও প্রয়োজনীয় পরিকল্পনায় সহায়তা করবে এই কমিটি। থাকবেন আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।
সম্প্রতি ভারত সরকার নেতাজি সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেমন, রেড ফোর্টে একটি নেতাজি মিউজিয়ামের কাজ শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা, নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্তও নিয়েছে সরকার। এছাড়া কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির উপর স্থায়ী প্রদর্শনী এবং লাইট অ্যান্ড সাউন্ড শো করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।