বিনোদন ব্রেকিং নিউজ

টলি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ: অভিষেকের মৃত্যুর পর মুখ খুললেন লোকেশ ঘোষ

বলি হোক বা টলি সমস্ত ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের অভিযোগ বারবার উঠেই চলেছে। কখনো অভিযোগ উঠেছে খ্যাতনামা অভিনেতা বা অভিনেত্রী নিজস্ব প্রভাব খাটিয়ে সমসাময়িক বা উত্তর প্রজন্মের প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ারে আঘাত হেনে শুরুতেই ক্যারিয়ার শেষ করে দিয়েছেন।

কোন অভিনেতা বা অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে এই অভিযোগ আরো তীব্রতর হয়ে ওঠে। এর আগে বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে দেশজুড়ে আলোড়ন ওঠে। বলিউডের প্রথম সারির বেশকিছু অভিনেতা ও প্রযোজনা সংস্থার দিকে নেপোটিজম এর অভিযোগ ওঠে।

ঠিক তেমনি বাংলা অভিনেতা অভিষেক চ্যাটার্জীর মৃত্যুতেও স্বজনপোষণের অভিযোগ উঠে এল। আর এ নিয়ে মুখ খুললেন আর এক অভিনেতা লোকেশ ঘোষ।

সদ্য প্রয়াত হওয়া অভিষেক চট্টোপাধ্যায়ের শোক এখনও ভুলতে পারেনি তাঁর সহকর্মী ও অনুরাগীরা। নায়কের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির অনেকেই নেপটিজম নিয়ে কথা বলা শুরু করেছেন।অনেকেই বলছেন নায়ক অভিষেক প্রাপ্য সম্মান পাননি এই জগতে।

ভাইরাল হয়েছে অভিষেকের একটি পুরনো ভিডিও। যেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কেন সিনেমা থেকে সরে গেলেন? সেখানে তিনি নাম না করেই আঙুল তুলেছেন ইন্ডাস্ট্রির এক বিখ্যাত জুটির দিকে। অনেকেই মনে করেন এই বিখ্যাত জুটি- প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা।

এবার সেটা নিয়ে মুখ খুললেন আর এক হারিয়ে যাওয়া নায়ক লোকেশ ঘোষ। তিনি ১৯৯৫ সালে অঞ্জন চৌধুরীর হাত ধরেই ‘নাচ নাগিনী নাচ’ সিনেমা দিয়ে অভিনয় জগতে আসেন। বলা হয়, টলিউডের বুম্বাদা বা নায়ক প্রসেনজিতের একচেটিয়া সিনেমার জন্য আর সেভাবে সুযোগ পাননি নায়ক লোকেশ। তবে লোকেশ প্রসেনজিতের সাথে অনেক ছবিতে ভাই, বন্ধু, বা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

কিন্ত ২০০৯ সাল পর্যন্ত টানা অভিনয় করলেও ধীরে ধীরে কাজ কমে যায়। এক সময় যেন সত্যিই হারিয়ে যান নায়ক লোকেশ। একটা সময় পর অভিনয় ছেড়ে তিনি প্রযোজনা সংস্থা তৈরি করেন।

লোকেশ টলিউডের স্বজনপোষণ সম্পর্কে মুখ খুলে বলেন, তিনি কখনও বুম্বাদাকে স্বজনপোষণ করতে দেখেননি। বরং তিনি যদি নিজে বুম্বাদার জায়গায় থাকতেন কনট্রাক্ট করিয়ে অভিনেতা-অভিনেত্রী বাছতেন। যদিও বুম্বাদাকে তিনি সেসব কিছু করতে কখনই দেখেননি।