আন্তর্জাতিক

দেশ করোনা–মুক্ত ঘোষণার পর আক্রান্ত মন্ত্রী!‌

পর্যটকদের আকৃষ্ট করতে নেপালের পর্যটন মন্ত্রী যোগেশ ভট্টরাই কয়েক মাস আগে নিজের দেশকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন। মাত্র আট মাসের মাথাতেই এবার করোনা আক্রান্ত হলেন খোদ সেই মন্ত্রীই। ১০ অক্টোবর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। নিজের করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি নিজেই।
গত ফেব্রুয়ারি মাসে প্রথম খবরের শিরোনামে আসেন যোগেশ। করোনার দাপটে গোটা বিশ্ব যখন কাতরাচ্ছে, ঠিক তখনই নেপালকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন তিনি। পর্যটকদের হিমালয়ের কোলে ছোট্ট দেশটিতে আসার আবেদন জানিয়েছিলেন। জানুয়ারি মাসেই সে দেশে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। যদিও এক মাসের মধ্যে করোনাকে হারিয়ে দিতে পেরেছে বলে দাবি করেছিল নেপাল। এবার সেই মন্ত্রীই করোনা আক্রান্ত হলেন।
এই প্রথম নেপালের মন্ত্রিসভার কোন সদস্য করোনা আক্রান্ত হলেন। আশঙ্কার বিষয় হল, করোনায় আক্রান্ত হওয়ার আগে গত বৃহস্পতিবারও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন ভট্টরাই। ফলে ওই বৈঠকে অংশ নেওয়া নেপালের প্রধানমন্ত্রী–সহ অন্যান্য মন্ত্রীদেরও এখন করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ফেসবুক পোস্টে যোগেশ লিখেছেন, সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। তখন রিপোর্ট নেগেটিভ আসে। আমি কাঠমান্ডুর বাইরে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তারপর শরীরটা সামান্য খারাপ লাগছিল। জ্বর ছিল। ফের করোনা পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে।
নেপালে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। শনিবারও ৫০০৮ জন নতুন করোনা রোগী সন্ধান মিলেছে। আবার এখনও করোনায় সে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪। এমন পরিস্থিতিতে দেশের মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায়, আমজনতার চিন্তা যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।