নেপালের অর্থনীতির অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে। একেবারে ধসে গিয়েছে সে দেশের অর্থনৈতিক অবস্থা। শ্রীলংকার পর এবার প্রবল চাপে নেপাল। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেই চেষ্টা করতে আগে থেকেই একগুচ্ছ পদক্ষেপ নিল সেদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। দেশের অর্থনীতিকে বাঁচাতে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ চেয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে চিঠিও দিয়েছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। পাশাপাশি, যানবাহন সহ অপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ঋণ না দিতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে।
২৭ টি বাণিজ্যিক ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করে এই ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রতি মাসে ভারতকে ২৪ থেকে ২৯ বিলিয়ন টাকা দেয়। ডুবন্ত অর্থনীতিকে বাঁচাতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে এই পেট্রোলিয়াম আমদানির খরচ কমিয়ে ১২ থেকে ১৩ বিলিয়ন টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নির্দেশের ফলে ভয়াবহ পেট্রোল এবং ডিজেল সংকট দেখা দিতে পারে দেশ জুড়ে।
উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত তেল আমদানি করতে মাসে ১৪ বিলিয়ন ডলার খরচ করত নেপাল। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে এই খরচ।মা চালাতে নাভিশ্বাস উঠছে সে দেশের। এই পরিস্থিতিতে এই খরচ আবার অর্ধেক করার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু সেক্ষেত্রে ওই খরচে অর্ধেক পরিমাণ জ্বালানি তেল আর পাওয়া যাবে তাতে কিভাবে সেই দেশ চলবে সেই চিন্তায় নেপাল।