আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালের বাজুরায়। এদিন দুপুর ১.৩০ মিনিট নাগাদও নেপালে ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। নেপালে অনুভূত হওয়া ৪.৪ তীব্রতার ভূমিকম্পের জেরে দিল্লি-এনসিআর-এও কম্পন টের পাওয়া যায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ নেপালে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। নেপালে অনুভূত হওয়া ৪.৪ তীব্রতার ভূমিকম্পের জেরে দিল্লি-এনসিআর-এও কম্পন টের পাওয়া যায়। উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ১৪৩ কিলোমিটার পূর্বে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর সম্পর্কে কিছু জানা যায়নি।