আন্তর্জাতিক

এবার বিতর্কিত মানচিত্র নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ নেপাল

ভারতের নীরবতাকে দুর্বলতা ধরে নিয়ে বিতর্কিত নয়া মানচিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এ বার রাষ্ট্রপুঞ্জ ও গুগলের শরণাপন্ন হতে চলেছে নেপাল। আগস্টের মাঝামাঝি ওই ম্যাপ আন্তর্জাতিক মঞ্চে উত্থাপিত করবে কেপি শর্মা ওলির সরকার। ভারতের লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখকে নেপালের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে ওই ম্যাপে। যাতে গুগল সার্চে ওই তিন ভারতীয় ভূখণ্ড নেপালের অংশ হিসেবে চিহ্নিত হয়। নেপাল সংবাদমাধ্যমের খবরে অলির এই পরিকল্পনার বিষয়টি সামনে এসেছে।
নেপাল সরকারের ভূমি, সমবায় ও দারিদ্র দূরীকরণ সংক্রান্ত মন্ত্রী পদ্ম আরায়ল জানান, কালাপানি–লিপুলেখ এবং লিম্পিয়াধুরা–সহ নেপালের সংশোধিত ম্যাপ রাষ্ট্রপুঞ্জের অন্যান্য প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে। ইংরেজি ভাষায় ৪ হাজার প্রতিলিপি ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় স্তরে ওই ম্যাপের প্রায় ২৫ হাজার প্রতিলিপি ছাপিয়ে বিভিন্ন সরকারি অফিসে বিনামূল্যে দেওয়া হয়েছে। বাজারে নেপালের মুদ্রায় ৫০ টাকায় বিক্রি হচ্ছে নয়া ম্যাপ। পাশাপাশি ইংরেজিতে একটি বইও ছাপাতে চলেছে নেপাল সরকার। তাতেও নেপালের সংশোধিত মানচিত্র থাকবে।
নেপালের সঙ্গে সংঘাতের সূত্রপাত শুরু হয়, উত্তরাখণ্ডের গাটিয়াবর্গ থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তার আনুষ্ঠানিক সূচনার পর। নেপাল দাবি করে, ওই রাস্তা তাদের ভূখণ্ডের ওপর দিয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অন্তর্ভুক্ত কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ নিয়ে নেপাল এবং ভারতের বিবাদ বহু পুরনো। গত জুন মাসে বিতর্কিত মানচিত্র সংশোধন করার প্রস্তাব নেপালের সংসদে পাস হয়। নয়া মানচিত্রে ভারতের তিনটি অংশ— কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা অন্তর্ভুক্ত রয়েছে। ২৭৫ আসনবিশিষ্ট নেপালি সংসদের ২৫৮টি ভোট গিয়েছে বিতর্কিত ওই বিলের পক্ষে।
ভারতও নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয়, নেপালের এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। ভারতের ভূখণ্ডকে নেপাল নিজেদের বলে যে দাবি তুলেছে তা ইতিহাসের উপর ভিত্তি করে নয়। সামগ্রিক পরিস্থিতির উপর নজরে রাখছে সাউথ ব্লকও বলে সূত্রের খবর। বর্তমান বিতর্কের কেন্দ্রে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা। এই তিনটি অংশই রয়েছে নেপালের উত্তর–পশ্চিমে। যার দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চিনের তিব্বত। এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চিনের একটি সংযোগস্থল হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।