নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির একের পর এক বিতর্কিত কার্যকলাপে নয়াদিল্লির সঙ্গে কাঠমাণ্ডুর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। এবার আরও বাড়ল ভারত–নেপাল সীমান্তে। কারণ ফের ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালাল নেপাল পুলিশ। আর তাতে গুলিবিদ্ধ কিষাণগঞ্জের এক যুবক। জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সীমান্তে ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালাল নেপাল পুলিশ।
সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুয়ায়ী, নেপাল সীমান্ত লাগোয়া কিষাণগঞ্জে তিনজনকে লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ। ওই গুলিতে আহত হয়েছেন এক যুবক। কিষাণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বিহার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত ১২ জুন ভারত–নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও দু’জন ভারতীয় নাগরিক। সীমান্তের কাছে খামারে যখন তাঁরা কাজ করছিলেন তখন সীমান্তের ওপার থেকে গুলি চালানো হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছিলেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিকেশ রাই (২৫) নামে এক যুবক। জখম অবস্থায় উমেশ রাম ও উদয় ঠাকুর নামে আরও দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
সম্প্রতি নেপাল তার মানচিত্র সংশোধন করে উত্তরাখণ্ডের লিপুলেখ, লিম্পুয়াধুরা এবং কালাপানি সে দেশে স্থান দিয়েছে ওলি সরকার। সেই থেকেই দু’দেশের মধ্যে সম্পর্ক অহি–নকুল হয়ে রয়েছে। ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে ভারত। ভারতীয় উপমহাদেশের ভূ-রাজনীতিতে অশান্তি বাড়ানোর লক্ষ্যে চিনের অঙ্গুলি হেলনেই এমন বিতর্কিত কাজ করছেন কেপি শর্মা অলি। নেপালের প্রধানমন্ত্রী নিজেকে অন্যের হাতের পুতুল করে তুলছেন বলে অনেকে মনে করছেন।