সোনাক্ষি সিনহা, শাকিব সেলিম, শশাঙ্ক খাইতান, আয়ুশ শর্মা ও দুলকার সালমানের পর এবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী।
৩২ বছর বয়সী এই তারকা লিখেছেন- “ঘুমাতে যাচ্ছি! এই পৃথিবী যখন ভালো হবে দয়া করে তখন আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলবেন। এমন একটি পৃথিবী যেখানে থাকবে স্বাধীনতা, সম্মান, ভালোবাসা, আনন্দ, গ্রহণযোগ্যতা। যেখানে থাকবে না ঘৃণা, স্বজনপ্রীতি, হিংসা, হিটলার, খুন, আত্মহত্যা, খারাপ লোক। শুভ রত্রি! চিন্তা করবেন না আমি মরতে যাচ্ছি না। শুধু কয়েকদিনে বিরতিতে যাচ্ছি।” যোগ করে নেহা লিখেছেন- “আমি দুঃখিত যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। কিন্তু এগুলো হচ্ছে সেসব অনুভূতি যা আমি দীর্ঘদিন ধরে মনের মধ্যে পুষে রেখেছিলাম। নিজেকে সুখী রাখার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু সত্যি পারলাম না। মানুষ তো। চিন্তা করবেন না আমি ঠিক আছি।”