বলিউডের দুই প্রজন্মের নায়ক অনিল কাপুর ও বরুণ ধাওয়ান করোনা পজিটিভ ফল হাতে পেয়েছেন। খবরটি প্রথমে এমন এলেও, পরে নিশ্চিত হওয়া গেছে, অনিল কাপুরের ফল নেগেটিভ এসেছে।
চন্ডিগড়ে একই শুটিং ইউনিট থেকে এই ভাইরাসের সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি অনিল-বরুণসহ নীতু কাপুর, কিয়ারা আদভানি ও প্রযুক্তা কলি শুটিং শুরু করেছেন করণ জোহর প্রযোজিত রাজ মেহতার ছবি ‘যুগ যুগ জিও’-এর।
এই ইউনিটের আরও দুজন করোনা পজিটিভ ফল পেয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বরুণ ছাড়াও অভিনেত্রী নীতু কাপুর ও নির্মাতা রাজ মেহতার ফল পজিটিভ এসেছে।
একই ইউনিটের অন্যতম তিন জনের পজিটিভ ফল পাওয়ার সঙ্গে সঙ্গে ছবিটির শুটিং স্থগিত করা হয়েছে।
গেল নভেম্বরে মাঝামাঝি ‘যুগ যুগ জিও’ ছবির আউটডোর শুটিংয়ে যাওয়ার সময় নীতু কাপুর বিমানবন্দরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে লেখেন, ‘এই মহামারিতে এটাই আমার প্রথম আকাশযাত্রা। আমি খুবই নার্ভাস এই জার্নি নিয়ে।’
চলতি সপ্তাহে নীতু কাপুরের সেই শঙ্কাই সত্যি হলো।