ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও।
ইতিমধ্যেই এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরানো হয়েছে। কিন্তু NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় এনটিএ-র চেয়ারম্যান প্রদীপকুমার যোশীকে কেন এখনও তাঁর পদে বহাল রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদীপকেও অবিলম্বে তাঁর পদ থেকে সরাতে হবে, এই দাবিতে এবার সরব কংগ্রেস।
কংগ্রেসের দাবি, নিটের প্রশ্নফাঁস কাণ্ডে প্রদীপ যোশীর বড় ভূমিকা থাকতে পারে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু তা করা হচ্ছেই না, উল্টে প্রদীপ দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যদের নিয়োগের জন্য ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, প্রদীপকুমার যোশী এনটিএ চেয়ারম্যান পদে আসার আগে ইউপিএসসি চেয়ারম্যান পদে ছিলেন।