প্রকাশিত হল নিট-পিজি পরীক্ষার দিন। জানা গিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট দুটি শিফটে পরীক্ষা পরিচালিত হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস।
আগামী ১১ আগস্ট দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুটি শিফটে। পরীক্ষাটি সিবিটি মোডে নেবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার কয়েক ঘন্টা আগে নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে।
উল্লেখ্য, এমডি, এমএস-এর মতো স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট–পিজি কবে হবে, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। নিট-পিজি পরীক্ষা ২৩ জুন হওয়ার কথা ছিল। কিন্তু ২২ জুন রাতে তা স্থগিত করার সিদ্ধান্ত হয়। কারণ তার আগে নিট-ইউজি কেলেঙ্কারি নিয়ে হইচই পড়ে গিয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি নেট পরীক্ষাও বাতিল করতে হয়েছিল।