খেলাধুলা ব্রেকিং নিউজ

ফের ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব-অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জয়

৭৭ তম স্বাধীনতা দিবসের ঠিক ১৩ দিন পরে নীরজ চোপড়া ইতিহাস গড়লেন। দেশ স্বাধীন হয়েছে ৭৬ বছর আগে, নীরজ চোপড়া এমন এক বিরল কৃতিত্বের অধিকারী হলেন যা ১৪০ কোটির ভারতে এর আগে কেউ হন নি।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া রবিবার ইতিহাস গড়লেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। পুরুষদের জ্যাভলিন ফাইনালে ৮৮.১৭ মিটার থ্রো করে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নিলেন। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জেতার রেকর্ড কোনও ভারতীয় ক্রীড়াবিদের ছিল না।

অলিম্পিক্স-এর পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা – এক্ষেত্রেও রেকর্ড গড়লেন নীরজ। ভারতীয় কোনও অ্যাথলিট এরকম কৃতিত্বের অধিকারী নন। তবে ভারতীয় ক্রীড়াবিদদের এই কৃতিত্ব আরও একজনের রয়েছে। তিনি অভিনব বিন্দ্রা। তিনি অবশ্য আগে জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, তার দু বছর পরে ২৫ বছর বয়সে আলিম্পিক্স সোনা জেতেন অভিনব বিন্দ্রা।নীরজ দু বছর আগেই অলিম্পিক্স পদক জিতেছিলেন।

রবিবার ২৫ বছর বয়সী নীরজ চোপড়া তার দ্বিতীয় প্রচেষ্টায় দিনের সেরা থ্রো করে সোনা জিতে নেন। প্রথম থ্রো ফাউল হয়েছিল, কিন্তু তারপরে ৮৮.১৭ মিটার, ৮৬.৩২ মিটার, ৮৪.৬৪ মিটার, ৮৭.৭৩ মিটার এবং ৮৩.৯৮ মিটার থ্রো করেন।

পাকিস্তানের বর্তমান কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন আরশাদ নাদিম তার চেষ্টা করেছিলেন তাঁর এবছরের সেরা ৮৭.৮২ মিটার থ্রো করেন তিনি। নীরজ থাকায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নাদিমকে। রবিবার নীরজ চোপড়া আরেকটি কৃতিত্ব দেখালেন। জ্যাভলিনে সবধরণের প্রধান টুর্নামেন্টের খেতাব জিতে নিলেন।