বিশ্ব অ্যাথলেটিক্সে ৮৮.৩৯ মিটারের বিশাল থ্রোতে পুরুষদের জ্যাভলিন ফাইনালে যোগ্যতা অর্জন করেন নীরজ চোপড়া। গতবছর অলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতেছিলেন তিনি। মাত্র ১০ সেকেন্ড সময়ে খেলা শেষ করে, ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেনেন তিনি।
এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম এটেম্পটে ৮৮.৩৯ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে ফাইনালে পৌঁছান নীরজ চোপড়া। ২০২২-এ তাকেই ভারতের সবচেয়ে বড় পদক প্রার্থী বলে মনে করছেন ক্রীড়াবিদরা।
এই প্রতিযোগিতায় ৩৪ জন প্রতিযোগিকে দুটি গ্রুপে ভাগ করা হয়। দুটি গ্রূপের মধ্যে গ্রূপ এ-তে অংশ নিয়েছিলেন ভারতের সোনার ছেলে নীরজ।
গত মাসে নীরজ চোপড়া স্টকহোমের ডায়মন্ড লিগে রৌপ্য পদক জেতার পথে মাত্র ৬ সেমির কম দূরত্বের জন্য পৌঁছাতে পারেননি ফাইনালে। তবে এই প্রতিযোগিতায় পুশিয়ে গেল সবটাই। আগামী ২৪ শে জুলাই বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপে সোনার জন্য ট্র্যাকে নামবেন এই ক্রীড়াবিদরা। এখন এটাই দেখার, বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জয় করে, তিনি নিজের সোনা জয়ের খেতাব বজায় রাখতে পারেন কিনা।
You must be logged in to post a comment.