স্টকহোমে ডায়মন্ড লিগে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করলেন নীরজ চোপড়া। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। নীরজ সোনা না জিতলেও প্রথম পদক হিসেবে জিতলেন রুপো। ৯০ মিটার জ্যাভলিন থ্রো-তে মাত্র ৬ মিটারের জন্য লক্ষ্যে পৌছঁতে পারলেন না তিনি।
চার বছর পর বৃহস্পতিবার স্টকহোমের ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ। ডায়মন্ড লিগে তাঁর স্কোর ছিল ৮৯.৯৪ মিটার। এর আগে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ৮৯.৩০ মিটার। কুওর্তন গেমসে নীরজের স্কোর ছিল ৮৬.৬০ মিটার। কঠিন টুর্নামেন্ট হিসেবে সেই স্কোরেই সোনা জিতে নেন নীরজ। কিন্তু এই বছরে স্টকহোমও বেশ কঠিন টুর্নামেন্ট ছিল। অলিম্পিকের সব পদকজয়ীরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ৯০.৩১ মিটার স্কোর করে ডায়মন্ড লিগে সোনা জিতেছেন অ্য়ান্ডারসন পিটার্স।
সব মিলিয়ে সাতবার ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। কিন্তু পদক ছিল না একটাও। তাই এবার ডায়মন্ড লিগকেই পাখির চোখ করেছিলেন তিনি। সোনা না জিতলেও রুপোর পদক অন্তত এল। নীরজ অবশ্য এখানেই থামতে রাজি নন। তাঁর লক্ষ্য ৯০ মিটার ছোঁড়া।
You must be logged in to post a comment.