বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলিউডের তারকা জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। কলকাতায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা। হাতে আর মাত্র ৭ দিন। তারপরেই প্রথম দফার ভোট শুরু হয়ে যাবে রাজ্যে। তার মধ্যেই এই যোগদান নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে ঘাসফুল শিবিরকে।
জানা গিয়েছে, মাসখানেক আগে বিয়ে হয়েছে নীল–তৃণার। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখানে বেশ কিছুক্ষণ কাটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলে যোগ দিয়ে দু’জনে জানালেন, ‘দিদির পাশে থাকতেই তৃণমূল কংগ্রেসে এসেছি’। তৃণা বলেন, ‘দিদির পাশে থাকার সুযোগ পেয়েছি, এটাই আমাদের কাছে সৌভাগ্যের। সকলেই জানেন, উনি প্রত্যেকের জন্য কী কী করেছেন। দিদি অসম্ভবকে সম্ভব করেছেন। ফলে আমরা সবাই দিদির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’
এদিন নীল জানান, এই মানুষকে দেখে বড় হয়েছি, আজ তাঁর সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। আমরা সব সময়ই দিদিকে পাশে পেয়েছি। আমার ছোটবেলার বন্ধু অঙ্কিত এবং স্ত্রী তৃণার সঙ্গে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এটা একটা স্মরণীয় মুহূর্ত।