টেলি সিরিয়াল ‘কৃষ্ণকলি’র লিড তারকা নীল ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। এই সিরিয়ালের জন্য নিখিল নামেই তিনি দর্শকের কাছে পরিচিত। দু-তিন দিন ধরেই অভিনেতার স্বাদ-গন্ধের অনুভূতি চলে গিয়েছিল। এই কারণেই নীল করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। অবশেষে সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে অভিনেতার খুবই সামান্য উপসর্গ রয়েছে। তাই এই মুহূর্তে নীল তার বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন।
সোমবারও নীল শুটিং করেছেন। এদিন শুধুমাত্র তার ক্লোজ শটের দৃশ্যধারণ করা হয়। ফলে ধারাবাহিকের অনান্য অভিনেতাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। আপাতত শুটিং ফ্লোর থেকে তাকে বিদায় নিতে হয়েছে। তবে অভিনেতা আশা প্রকাশ করেছেন শিগগিরই তিনি শুটিং ফ্লোরে ফিরবেন।