লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল এনসিটি বিল। ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ হয়ে গেল ন্যাশানাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি সংশোধনী বিল, ২০২১। এই বিল পাশের সময় ওয়াকআউট করে বিরোধীরা। ২২ মার্চ লোকসভায় এই বিলটি পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিলটি। এই বিলটি পাশের অর্থ হল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া।
এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল। বিলটি আইনে পরিণত হলেই দিল্লির প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা আরও বাড়বে। দিল্লির নির্বাচিত সরকারকে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে লেফটেন্যান্ট গভর্নরের মতামত নিতেই হবে। এটা বাধ্যতামূলক হয়ে উঠবে। বিরোধীদের দাবি, এই বিলটি পাশ করে দেশের সার্বভৌমত্বে আঘাত হানছে কেন্দ্র।
দিল্লির আপ সরকারও কেন্দ্রের এই তৎপরতা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। দিল্লির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত দিল্লির বাসিন্দাদের মতামতকে উপেক্ষা করার সামিল। রাজধানীর নির্বাচিত সরকারের উপর নিয়ন্ত্রণ রাখতে এই বিল পাশ করিয়েছে কেন্দ্র। এই বিল পাশের সময় সংসদভবনে উপস্থিত বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। যদিও কেন্দ্রের পক্ষে সমর্থন বেশি থাকায় সহজেই বিলটি পাশ করিয়ে নেওয়া হয়।
