এবার মাদক কাণ্ডে শাহরুখ খানের বাড়ি মান্নাতে হানা দিল এনসিবি। একদিকে বুধবার আরিয়ান খানের জামিন খারিজ হয়ে যায় অন্যদিকে বৃহস্পতিবার শাহরুখের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে যান শাহরুখ খান। জানা গিয়েছে আরিয়ানের ব্যবহৃত কিছু ইলেকট্রনিকস গেজেটের খোঁজেই শাহরুখের বাড়িতে হানা দিয়েছিল এনসিবি।
অন্যদিকে, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও হানা দেয় এনসিবি। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালায় এনসিবি-র আধিকারিকেরা। এমনকি তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্রও নিয়ে যায় বলে সূত্রের দাবি।
সূত্রের খবর অনন্যা পাণ্ডের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে NCB-এর টিম। পাশাপাশি তাঁকে তলবও করা হয়েছে। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা শাহরুখ তনয়া সুহানা খানের বেস্ট ফ্রেন্ড বলেই পরিচিত। তাঁকেও এদিন তলব করা হয়েছে বলে খবর।