মাদক মামলায় দীপিকা পাড়ুকোনের নাম জড়ানোর পর শুক্রবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর) অফিসে তিনি হাজির হবেন। শুক্রবার সকালেই মুম্বাইয়ের এনসিবি অফিসে হাজির হতে পারেন অভিনেত্রী। সেই কারণে এবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসের চারপাশ নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এনসিবি অফিসে হাজির হওয়ার কারণে বাড়তে পারে ভিড়, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। সেই আশঙ্কার কারণেই মুম্বাই পুলিশের পক্ষ থেকে যাতে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে।
আনলক শুরু হওয়ার পর দীপিকা সম্প্রতি শুটিং করতে গোয়ায় যান। এর পরই ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শুরু করায় হৈচৈ শুরু হয়। বুধবার বিকেলে দীপিকা পাড়ুকোনকে সমন পাঠানো হয়। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দীপিকা দীর্ঘক্ষণ বৈঠক করেন। তিনজন বর্ষীয়ান আইনজীবীর পাশাপাশি ১২ জনের লিগ্যাল টিমের সঙ্গেও আলোচনা করেন দীপিকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ার হোটেলে যে বৈঠক করেন দীপিকা, সেখানে যোগ দেন রণবীর সিংও।
সূত্রের খবর, এনসিবির সমনের পর দীপিকার পাশে দাঁড়িয়েছেন পাড়ুকোন এবং সিং পরিবারের সদস্যরা। দীপিকা যাতে ভেঙে না পড়েন, সে বিষয়ে পরিবারের তরফে সব ধরনের চেষ্টা হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি এই কঠিন সময়ে দীপিকার পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও।