ধর্ষণের অভিযোগের মামলায় স্বস্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া অন্য কোথাও যেতেও পারবেন না নওশাদ।
গত জুলাই মাসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তোলেন ডোমকলের এক মহিলা। এমনকি ধর্ষণ, জোর করে আটকে রাখার মতো অভিযোগ এনেছিলেন ওই মহিলা।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেন সোমবার এই নির্দেশ দিয়েছেন।