বিনোদন

তারকাদের ছুটি কাটানোর ছবি নিয়ে তীব্র ক্ষোভ নওয়াজউদ্দিন সিদ্দিকীর

অক্সিজেন সঙ্কটে দেশজুড়ে হাহাকার। বেডের অভাব হাসপাতালে। এমন পরিস্থিতিতে দেখা গেছে বহু তারকাই দেশ ছেড়ে বিদেশে প্রিয়জনদের সঙ্গে দেখা করতে গেছেন বা ছুটি কাটাচ্ছেন মলদ্বীপে। সামাজিকমাধ্যমে ফটোও পোস্ট করছেন। এবার তাদেরকেই একহাত নিলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘লোকের কাছে খাবার নেই আর আপনারা পয়সা উড়িয়ে চলেছেন। ছুটি কাটাতে যাওয়াটা ভুল নয় কিন্তু তা দেখানোর প্রয়োজন নেই। এবার তো অন্তত একটু লজ্জা পান।’

নওয়াজের তীব্র কটাক্ষ,’এছাড়া আর কী করবে এঁরা ? কী নিয়েই বা কথা বলবে? অভিনয় ? সে বিষয়ে তো দু’মিনিটে হাওয়া বেরিয়ে যাবে এঁদের। মলদ্বীপকে এঁরা তামাশা বানিয়ে ছেড়েছে। আমি ঠিক জানি না পর্যটন শিল্প সংস্থার সঙ্গে এঁদের কোনও বোঝাপড়া রয়েছে কিনা। কিন্তু মানবিকতার খাতিরে এইসব ছুটি কাটানোর ছবি নিজেদের কাছে রাখুন। দেশে রোজ বেড়ে চলেছে কোভিড আক্রান্তদের সংখ্যা। দয়া করে একটু বুঝুন। হৃদয়টাকে কাজে লাগান।’

নওয়াজ নিজের পরিবারের সঙ্গে জন্মভিটে বুধনায় রয়েছেন। প্রসঙ্গত, রণবীর কাপুর, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত নেনে, জাহ্নবী কাপুর, সারা আলি খান, টাইগের স্রফ, দিশা পাটানি সহ অনেকেই মলদ্বীপে উড়ে গেছেন।