বিনোদন

বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী চলতি বছরে ফিল্ম ক্যারিয়ারে অন্য যেকোন তারকার থেকে অনেক বেশি এগিয়ে আছেন। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ধূমকেতু, রাত আকেলি হ্যায় ও সিরিয়াস ম্যান এর মত সিনেমা। রিল লাইফে বাজিমাত করতে পারলেও তার রিয়েল লাইফের সংকট যেন কাটছেই না। আলিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে কথা বলেছেন।

মে মাসের মাঝামাঝিতে জানা গিয়েছিল দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে তার স্ত্রী আলিয়া সিদ্দিকী বিচ্ছেদ চেয়েছেন। নওয়াজকে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন আলিয়া। সেসময় ব্যক্তিগত জীবনের এই বিষয়টি নিয়ে নওয়াজ মুখ না খুললেও সম্প্রতি অভিনেতা মুখ খুলেছেন।
পারিবারিক এই বিরোধের কথা বলতে গিয়ে তিনি প্রথমেই বলেন, ‘আমি আমার ব্যক্তিগত সম্পর্কের কোন বিষয় নিয়ে এখানে কথা বলতে পারিনা। তবে, হ্যাঁ আমি আমার সাধ্যমত চেষ্টা করবো আমার সন্তানদের সকল দায়িত্ব পালন করার। আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। এর থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

স্ত্রী আলিয়ার পাশাপাশি নওয়াজউদ্দিনের বিরুদ্ধে তার ভাইঝি সাশা সিদ্দিকী অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগ, নওয়াজের ভাই মিনাজুদ্দিন সিদ্দিকী বছরের পর বছর সাশাকে যৌন হেনস্থা করেছেন। কিন্তু এসব জেনেও কখনো প্রতিবাদ করেননি নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে নওয়াজ এসব কথা মিথ্যে বলে দাবি করেছেন।