লিড নিউজ

নৌবাহিনীর ২১ জন নাবিক করোনা আক্রান্ত

এই প্রথম ভারতীয় নৌ সেনাবাহিনীতে ধরা পড়ল করোনাভাইরাস। নৌসেনার ২১জন নাবিকের শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বই বন্দরে নৌ বাহিনীর জাহাজ আইএনএস আংরে–তে। শনিবার সকালে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে নৌ বাহিনীর পক্ষ থেকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একটি নৌঘাঁটিতে ২০ জন নৌসেনা কর্মীর রিপোর্ট পজেটিভ এসেছে। আইএনএস আংরে বেসে প্রথম সংক্রমণের ঘটনাটি ঘটে। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওই সেনাকর্মীদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে।
নৌসেনার বিবৃতিতে বলা হয়েছে, সংক্রমিত সব নাবিককেই মুম্বইয়ে নৌ বাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে কোয়ারেনটাইন করা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগের শরীরেই কোনও উপসর্গ ছিল না। গত সাত তারিখ তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। তারপরই ওই পুরো ব্লকটাই কোয়ারেনটাইন করে দেওয়া হয়। নৌ বাহিনীর ব্যারাক হিসেবেও ব্যবহৃত হয় আংরে। মুম্বইয়ের সব শাখা এবং জাহাজে যন্ত্রপাতি সরবরাহ করে এই জাহাজ। নৌ বাহিনীর যে ডকইয়ার্ডে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের বেশিরভাগ তলোয়ার থাকে, সেটা আইএনএস আংরে থেকে মাত্রই কয়েকশো মিটার দূরে অবস্থিত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি ভারতে নতুন করে করোনা সংক্রমণের হার কমছে। তাদের দাবি, ৪০ শতাংশ হারে কমেছে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা। লকডাউন শুরু হওয়ার আগে তিনদিনে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছিল। সেখানে গত সাতদিন ধরে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ৬ দিন লাগছে। নৌবাহিনীর দাবি, আইএনএস আংরে নাবিকরা করোনা–আক্রান্ত হলেও জলে থাকা রণতরী বা ডুবোজাহাজের কোনও অফিসার বা নাবিক আক্রান্ত হননি।