দেশে করোনা পরিস্থিতি খারাপ। ইয়াসের জন্য আর্থিক ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রের উপরে বোঝা চাপাতে চাইলেন না ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশায় ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা খতিয়ে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। তবু ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে আকাশ পথে দুর্গত এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি টুইট করেন, ‘ঘূর্ণিঝড়ের পরে ওড়িশায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। বিশাল ক্ষয়ক্ষতি ও আগের অবস্থায় ফেরানোর জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ করেছে, সে সব তাঁকে অবহিত করেছি।’
নবীন পট্টনায়েকের কথায়, দেশে এখন কোভিড-১৯ অতিমারি সর্বোচ্চ পর্যায়ে। তাই তাৎক্ষণিক আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রের উপর আর্থিক বোঝা চাপাতে চাই না। সমস্যার মোকাবিলা নিজেদের অর্থেই করব। প্রতিবছরই বিপর্যয়ের মুখে পড়ে ওড়িশা। বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো ও উপকূলীয় সুরক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবি করেছি।