দেশ ব্রেকিং নিউজ

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নবীন পট্টনায়েকের, ওড়িশায় নতুন সরকার গড়বে বিজেপি

ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক। বুধবার সকালে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের সঙ্গে সাক্ষাৎ করেন ওড়িশার বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন। এরপরই রাজ্যপাল রঘুবর দাসের হাতে তুলে দেন ইস্তফাপত্র। তাহলে খুব শীঘ্রই কি ওড়িশায় সরকার গড়তে চলেছে বিজেপি? তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে!

ওড়িশায় লোকসভা এবং বিধানসভা— দুই ভোটেই বড় সাফল্যের দিকে এগিয়ে গিয়েছে বিজেপি শিবির। এদিকে, ‘পরাস্ত’ হয়েছে নবীনের দল বিজু জনতা দল তথা বিজেডি। বিধানসভায় হারিয়েছে সংখ্যাগরিষ্ঠতাও। ওড়িশায় মোট ২১টি লোকসভা আসন রয়েছে। মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা গেল, ২০টি আসনে এগিয়ে বিজেপি শিবির। আর নবীন পট্টনায়েকের দল বিজেডি ২১টি আসনের মধ্যে একটিও জেতেনি। বাকি একটি আসনে এগিয়ে কংগ্রেস।

অন্যদিকে, ১৪৭টি আসনের মধ্যে ওড়িশা বিধানসভাতেও ৭৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেডি পেয়েছে ৫১টি আসন। কংগ্রেস ১৪টি। আর অন্যরা ৪টি। অর্থাৎ বিরোধীদের সঙ্গে জোট বাঁধলেও ওড়িশায় সরকার গড়তে পারবে না বিজেডি। লোকসভা এবং বিধানসভা ভোটের ফল প্রকাশের পর তা যেন স্পষ্ট।

হার মেনে নিয়েই পদত্যাগপত্র জমা দিতে বুধবার সকালে নবীন পৌঁছে যান রাজ্যপালের বাসভবনে। তাই বলাই যায়, ওড়িশায় নতুন সরকার গড়া বিজেপির এখন শুধু সময়ের অপেক্ষা।