ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের জন্য তৎপর হল নবান্ন৷ কোন জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন, সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন৷ পাশাপাশি রাজ্যের বাসিন্দাদের সাহায্যে কন্ট্রোল রুমও খুলেছে রাজ্য সরকার৷ কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বর ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷
দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের তরফে ইউক্রেনে আটক এ রাজ্যের বাসিন্দাদের সম্পর্কে খোঁজ নিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ ইউক্রেন থেকে কীভাবে ভারতীয়দের নিরাপদে বের করে আনা যায়, সে বিষয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকারও৷
প্রসঙ্গত উত্তর ২৪ পরগনা থেকে ইউক্রেনে পড়তে যায় হাবড়া ও গোবরডাঙ্গার দুই পড়ুয়া। ইতিমধ্যেই পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে বিদেশ মন্ত্রকের সঙ্গে।ঘটনাচক্রে একই জেলা থেকে দুই জনই যান ইউক্রেনে ডাক্তারি পড়তে । উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা ও হাবড়ার বাসিন্দা স্বাগতা ও নিশা ভর্তি হন ইউক্রেনের চিফ মেডিকেল কলেজে। কিন্তু এরই মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে যাওয়ায় মেয়েদের নিয়ে একপ্রকার চরম উৎকন্ঠায় দিন কাটচ্ছে নিশা ও স্বাগতার পরিবার।
এই রাজ্যের দক্ষিন ২৪ পরগনা থেকে রায়দিঘির দুই ছাত্র এই অক্টোবরে সেই দেশে পৌছে ছিল চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করতে।ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মাঝে তাঁরাও আটকে পড়ছে ইউক্রেনে।তারা হলেন রায়দিঘির মন্ডল পাড়ার অর্ঘ মাঝি ও কাশিনগরের অর্কপ্রভ বৈদ্য ।সেই দেশে যুদ্ধের মাঝে আটকে পড়া সন্তানকে নিয়ে উদ্বিগ্ন তাঁদের বাবা মা ও পরিবার।