রাজ্য লিড নিউজ

ফের সংবাদ শিরোনামে ISF, পুলিশের সঙ্গে তুমুল বচসা নওশাদের

বিগত কয়েকদিন নির্বাচনী বঙ্গে রাজনৈতিক প্রাঙ্গণে আইএসএফকে সেভাবে দেখা যাচ্ছিল না। বস্তুত দলের তরফে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকির প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকেই কিছুটা ব্যাকফুটে চলে যায় একদা বাম শরিক আপাতত একক পথিক আইএসএফ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ এবং ডায়মন্ড হারবারে তাঁর না দাঁড়ানো নিয়ে কম ব্যঙ্গবিদ্রুপ হয়নি। কিন্তু এবার দলীয় পতাকাকে কেন্দ্র করে আবার সংবাদে ফিরলেন নওশাদ এবং আইএসএফ। গোলমাল চলাকালীনই শাসন থানার সামনে পৌঁছন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি থানায় ঢুকে পুলিশের সঙ্গে কথা বলেন। এমনকি থানায় এক পুলিশকর্মীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নওশাদ।

বসিরহাট লোকসভার প্রার্থীর সমর্থনে নওশাদের সভা। সেই উপলক্ষে খড়িবাড়ি বাজারে আইএসএফের পোস্টার এবং পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটি। অভিযোগ, সেই সময় এক তৃণমূল কর্মী এসে এক যুবককে পতাকা লাগাতে বাধা দেন।

জানা যায়, ওই তৃণমূল কর্মী এবং আইএসএফ কর্মী সম্পর্কে দুই ভাই। বাধা পেয়ে দাদার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাই। বচসা গড়ায় মারপিটে। ভাইয়ে-ভাইয়ে মারপিটের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।