রাজ্য লিড নিউজ

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকী

রাজ্যের কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে সাড়া না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। হাইকোর্ট নির্দেশ দেয়, কেন্দ্র সরকারকেই নওশাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ অনুসারে রবিবার বিকেলে নওশাদে সিদ্দিকীর ফুরফুরা শরিফের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছন। তবে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। শনিবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নওশাদের বাড়িতে যান স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। নওশাদের বাড়ি ঘুরে দেখেন, কথা বলেন ভাঙড়ের বিধায়কের সঙ্গেও। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নওশাদের বাড়ি পৌঁছে গেলেন জওয়ানরা। জানা গেছে, এখন থেকে নওশাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৭ জন জওয়ান। তাঁদের মধ্যে পাঁচজনই সশস্ত্র।

প্রসঙ্গত, সওকত মোল্লাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে নবান্ন। এই সিদ্ধান্তের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভাঙড়ে তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছিলেন আইএসএফ নেতা ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। গত সপ্তাহেই এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আর্জি জানিয়েছিলেন নওশাদ। বলেছিলেন, তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। তারপরেই নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।