আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইরান প্রেসিডেন্ট রাইসির প্রয়াণে আজ দেশজুড়ে জাতীয় শোক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রয়াণে দেশজুড়ে একদিনের জাতীয় শোক পালন করার কথা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার দেশজুড়ে পালিত হবে রাষ্ট্রীয় শোক।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানের প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী-সহ অন্যান্য সরকারি আধিকারিকদের প্রয়াণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মঙ্গলবার। সরকারিভাবে কোনও অনুষ্ঠানও আয়োজন করা হবে না এদিন।