দেশ লিড নিউজ

দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক দিলেন কৃষকরা

তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা শনিবার দেশজুড়ে ‘চাক্কা জ্যাম’–এর ডাক দিলেন। তাদের এই প্রতিবাদ কর্মসূচি তিন ঘণ্টার জন্য হবে। আগামী ৬ ফেব্রুয়ারি এই ‘‌চাক্কা জ্যাম’‌–এর ডাক দেওয়া হয়েছে। তখন সড়কগুলিতে গাড়ি আটকে দেওয়া হবে। আন্দোলনরত কৃষকদের যৌথ সংগঠন ‘সংযুক্ত কিষান মোর্চা’ এই ঘোষণা করেছে।
প্রজাতন্ত্র দিবসে ট্র‌্যাক্টর মিছিলে হিংসার ঘটনা ঘিরে প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খেয়েছিল রাজধানীর বুকে কৃষক আন্দোলন। সেই ধাক্কা কাটিয়ে উঠে এবার দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি। সেখানে যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনকে লক্ষ্য রাখতে বলা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, এর আগে তাঁরা সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু লালকেল্লার ঘটনার পর তাঁরা ওই কর্মসূচি বাতিল করেন। আন্দোলনস্থলে ইন্টারনেট, বিদ্যুৎ ও জল বন্ধ এবং কর্তৃপক্ষের হেনস্থা–সহ আরও নানা ইস্যুতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। সোমবারই সংসদে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২১। এই বাজেট নিয়ে খুশি নয় আন্দোলনরত কৃষকরা। তাঁরা জানিয়েছেন, বাজেট তাদের ‘হতাশ’ করেছে।
আগামী ৬ ফেব্রুয়ারি দেশের সব জাতীয় সড়ক, রাজ্য সড়ক–সহ সমস্ত রাস্তা অবরোধ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই চাক্কা জ্যাম–এর মূল লক্ষ্যই হল, দিল্লিমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া। ওই দিন মথুরায় বড় জমায়েত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আগ্রা–দিল্লি–যমুনা এক্সপ্রেসওয়ে বন্ধের চেষ্টাও হতে পারে। এমনকী আন্দোলনকারীদের দিল্লিমুখী হরিয়ানা হাইওয়ে বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে খবর।
২৬ জানুয়ারির পর লাগাতার পুলিশি পদক্ষেপে গাজিপুর–সিংঘু সীমান্তে যখন কৃষকদের ভিড় হালকা হতে শুরু করে, তখনই উত্তরপ্রদেশ ও হরিয়ানার গ্রামে গ্রামে মহাপঞ্চায়েত ডাকা হয়। সেখানেই দিল্লির কৃষক আন্দোলনকে অক্সিজেন জোগাতে চাক্কা জ্যামের দাবি ওঠে। এবার তাঁরা কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, এবার আন্দোলন টের পাবে কেন্দ্র। তাঁরা বলেন, ‘কৃষকরা রক্তের ভয় পায় না। তাঁদের এই ব্যাপারে ভয় দেখাবেন না।’‌