টানা তিনদিন জেরার পর ক্লান্ত রাহুল গান্ধী। সব মিলিয়ে ৩০ ঘণ্টা। ইডির জিজ্ঞাসাবাদের পর এক দিনের বিরতি চেয়ে নিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবারও রাহুলকে তলব করতে চেয়েছিলেন ইডি কর্তারা। তিনদিন জিজ্ঞাসাবাদের পরও রাহুলের কাছে ঠিক ঠাক উত্তর পাননি ইডি কর্তারা। তাই শুক্রবার ফের তাঁকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার একদিনের বিরতি মঞ্জুর করেছে ইডি। জানা গিয়েছে, গত তিনদিন ধরে রাহুল গান্ধীর জেরার অডিও এবং ভিডিও রেকর্ডিং করা হয়েছে। তাঁর বয়ানও লেখা হয়েছে। সেই লিখিত বয়ানে স্বাক্ষর করিয়ে ‘ছুটি’ দেওয়া হয়েছে রাহুলকে। এই সব বয়ান রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। আগামী ২৩ জুন সোনিয়াকেও তলব করেছে ইডি।
জানা গিয়েছে, শুক্রবার দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে রাহুল গান্ধীকে। অন্যদিকে কংগ্রেস নেতাকে বারবার ইডির তলবের প্রতিবাদে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে রাহুলকে ইডির এই লাগাতার হেনস্তার প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। সূত্রের খবর, ইডির জেরার মুখে রাহুল জানিয়েছেন, ইয়ং ইন্ডিয়া সংস্থা থেকে এক টাকাও নেননি তিনি।
উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে হাজিরা দিতে পারেন নি তিনি। এরপর ১৩ জুন থেকে ১৫ জুন টানা হাজিরা দেন রাহুল।