দেশ লিড নিউজ

National Herald case: রাহুল গান্ধীকে ফের তলব ইডির

ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার রাহুল গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে তদন্তকারী সংস্থা। একটি ইমেল মারফত ইডির পক্ষ থেকে মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বেরোনোর পরেই ইমেল মারফত ফের রাহুল গান্ধিকে হাজিরার নির্দেশ দেয় ইডি। রাহুল গান্ধির এটা তৃতীয় তলব। এর আগেও ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে সেসময় তিনি হাজিরা দিতে পারেননি। তারপরেই চিঠি লিখে ইডির কাছে ফের সময় চান তিনি। তারপরই হাজিরা দেন রাহুল।

সোমবার, ইডি তলবের বিরোধিতায় দিল্লিতে সত্যাগ্রহ আন্দোলনে নামে কংগ্রেস। ইডি দফতরের উদ্দেশ্যে কংগ্রেসের মিছিল বেরোতেই রাস্তায় ব্যারিকেড করে পুলিশ। কিছু কংগ্রেস কর্মী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমও। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে তাঁদের উপর চড়াও হয় দিল্লির পুলিশ। আটক করা হয় কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে। তাঁর বুকের পাঁজরের হার ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত কেসি বেণুগোপাল এবং প্রমোদ তিওয়ারি। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে। এই মামলায় আগামী ২৩ জুন হাজিরা দেওয়ার কথা রয়েছে সোনিয়া গান্ধিরও।