ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরূপের মামলায় বুধবার ইডির দফতরে ফের হাজিরা দিতে বলা হয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বলছে, সবটাই বিজেপির চক্রান্ত। তাই যতবার কংগ্রেস সভানেত্রী ইডির দপ্তরে হাজিরা দেবেন ততবার কংগ্রেসের নেতা নেত্রী সমর্থকরা রাজধানীর বুকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এই মামলায় রাহুল গান্ধিকেও ডেকে পাঁচ বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সনিয়া গান্ধিকেও একইভাবে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। গতকাল দ্বিতীয় জেরার পর আজ ফের সনিয়াকে তলব করেছে ইডি।
সূত্রের খবর, রাহুলের তুলনায় সনিয়া গান্ধি আধিকারিকদের প্রশ্নের জবাব অনেক দ্রুত দিয়েছেন। একবারও বয়ান বদল করেননি। অন্যদিকে রাহুল গান্ধি নাকি একাধিকবার শুধু মৌখিক বয়ান বদল করেছেন। পাশাপাশি আইনজীবীর পরামর্শ মেনে তিনি লিখিত বয়ানও পেশ করেছেন এবং তা বদলেওছেন বেশ কয়েকবার।
মঙ্গলবার দিল্লি সহ সারা দেশে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। জানা গিয়েছে, তারা বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দিল্লিতে কংগ্রেস রাজঘাটে গান্ধিজী সমাধিস্থলে অবস্থান কর্মসূচি করতে গেলে পুলিশ তাদের পথ রুখে দেয়। সেই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা। আটক করা হয় সনিয়া পুত্র রাহুল গান্ধিকেও। আজও সনিয়ার হাজিরা থাকায় বিভিন্ন জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানা গেছে।