জেলা ব্রেকিং নিউজ

National Herald Case & Agnipath Scheme: কংগ্রেসের প্রতিবাদ মিছিল

রাহুল গান্ধীকে কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করা ও সেনাবাহিনীতে ‘অগ্নিপথ’ স্কিমের সিদ্ধান্তের প্রতিবাদে সিউড়ি শহরে শনিবার কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। কংগ্রেস সমর্থকরা রাস্তার প্ল্যাকার্ড ও দলের পতাকা নিয়ে মিছিলে পা মেলান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতারা।

কংগ্রেসের বীরভূম জেলা সাধারণ সম্পাদক অভয় ভট্টাচার্য বলেন, গনতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা। রাহুল গান্ধীকে নানাভাবে হেনস্থা করার সিদ্ধান্ত খুব বেশি ফলপ্রসূ হবেনা। দিকে দিকে অগ্নিপথ নিয়ে মানুষ ক্ষেপে গিয়েছে। একের পর এক মোদি সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছে। দিকে দিকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে।