দেশ বিনোদন ব্রেকিং নিউজ

চির ঘুমের দেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কুমার সাহনি

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কুমার সাহনি। ভারতে সমান্তরাল‌ সিনেমার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। মায়দর্পণ, দ্যা টাউনশিপ, তরঙ্গ, খেয়ালগাথা, কসবার মতো অসংখ্য জনপ্রিয় ছবি তৈরী করেছিলেন। শনিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, বর্তমানে যা পাকিস্তানের অন্তর্গত ১৯৪০ সালের ৭ ডিসেম্বর জন্মেছিলেন কুমার সাহনি। ষাটের দশকে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের মধ্যে দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় কুমার সাহনির। আটের দশকের গোড়াতে মক্তি পায় তাঁর পরিচালিত প্রথম কাহিনিচিত্র ‘মায়া দর্পণ’। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ছবিটি দর্শক ও চলচ্চিত্রের নিন্দুকদের প্রশংসা অর্জন করে। সে বছর সেরা হিন্দি ছবির জাতীয় পুরস্কার জিতে নেয় ‘মায়া দর্পণ’। ১৯৯৭ সালে মুক্তি পায় কুমার সাহনি পরিচালিত ‘চার অধ্যায়’।

মোট তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন কুমার সাহনি। প্রথমটি ১৯৭২ সালে মায়া দর্পণের জন্য। দ্বিতীয়টি ১৯৮৪ সালে তরঙ্গের জন্য। আত্মজীবনীমূলক ওড়িশি ছবি ‘ভাবন্তরণ’-এর জন্য ১৯৯১ সালে তৃতীয় বারের জন্য জাতীয় পুরস্কার পান তিনি। তার প্রয়াণের খবরে শোকের ছায়া চলচ্চিত্র জগতের একাংশে।