বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

বৃহস্পতির চাঁদে জলের সন্ধানে পাড়ি দিল নাসার মহাকাশযান

বৃহস্পতির চাঁদে জল আছে কি না, সেই সন্ধান চালাতে মহাকাশযান পাঠাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞানীদের ধারণা, সেখানে গুপ্ত সমুদ্র থাকার সম্ভাবনা আছে।

সোমবার ফ্লোরিডা থেকে নাসার এই মহাকাশযানের উৎক্ষেপণ হয়। স্পেসএক্সের ফ্যালকন রকেট বৃহস্পতির চাঁদ ইউরোপার দিকে পাড়ি দিয়েছে। সাড়ে পাঁচ বছর পর মহাকাশযান সেখানে পৌঁছাতে পারবে। এই অভিযানের নাম ইউরোপা ক্লিপার। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে বলে জানিয়েছে নাসা।

মনে করা হচ্ছে, এই অভিযান সফল হলে ইউরোপা সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে। বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারবেন, সেখানে কোনো গুপ্ত সমুদ্র আছে কি না।

নাসার কর্মকর্তা জিনা ডিব্র্যাসিও জানিয়েছেন, “ইউরোপাতে প্রাণ আছে কি না, সেটা দেখার জন্য অভিযান নয়। আমরা দেখতে চাইছি ইউরোপা বাসযোগ্য হতে পারে কি না। আমরা শক্তির উৎস দেখতে চাইছি। আমরা সেখানকার পরিবেশ বুঝতে চাইছি। আমরা দেখতে চাইছি, আমাদের বিশ্বের মতো ইউরোপা বাসযোগ্য কি না।”

এই মিশনের খরচ ৫২০ কোটি ডলার। মিশনটি একসময় ভেস্তে যেতে বসেছিল। কারণ, বিজ্ঞানীদের মনে হয়, ক্লিপারের ট্রানজিস্টারগুলো বৃহস্পতির তীব্র বিকিরণ সহ্য করতে পারবে না। কয়েক মাস ধরে নাসার বিজ্ঞানীরা সবকিছু খতিয়ে দেখেছেন। প্রয়োজনীয় পরিবর্তন করেছেন। তারপর তাঁরা সিদ্ধান্তে এসেছেন, মিশন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারবে।