পরিবেশ ব্রেকিং নিউজ

ভারতের ১২টি শহর জলের তলায়!‌

সি লেভেল প্রজেকশন টুল বানিয়েছে নাসা। আর তা কাজে লাগিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা দাবি করেছে. সেই টুলের মাধ্যমে সমুদ্রের হালহকিকত জানা যাবে। এমনকী ভবিষ্যতে সমুদ্রের কোনও ভয়ানক দুর্যোগ আন্দাজ করা যেতে পারে আগে থেকেই।

সম্প্রতি নাসা ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের ১২টি উপকূলবর্তী শহর চিরতরে জলের তলায় চলে যেতে পারে। আইপিসিসি রিপোর্ট অনুযায়ী, ভারতের সামনে এখন বড় বিপদ। কারণ প্রতি ৫–৭ বছর পর আইপিসিসি রিপোর্ট প্রকাশ করে নাসা। এবারের রিপোর্টে বলা হয়েছে, ২১০০ সাল নাগাদ বিশ্বের তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। বাড়বে সমুদ্রের জলস্তর।

এছাড়া আইপিসিসি রিপোর্ট বলছে, সামনের দুই দশকে সারা বিশ্বে গড়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। জলস্তর বাড়ায় পরের শতাব্দীতে ভারতের ১২টি উপকূলবর্তী শহর জলের তলায় চলে যেতে পারে। অনেক দেশের ক্ষেত্রফলও খমে যাবে বলে দাবি করেছে নাসা। মুন্বই, ম্যাঙ্গালোর, চেন্নাই, তুতোকোরিন, কোচি, ভাবনগর, ওখা, কাণ্ডলা, মোরমুগাওয়ের বিপদ সব থেকে বেশি। পারাদ্বীপ ও পাশ্ববর্তী এলাাকাও জলের তলায় চলে যেতে পারে বলে দাবি করেছে নাসা।