আনলক পরিস্থিতিতে রেকর্ড গড়ছে করোনা। তাই এই পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুলেছে অফিস–কাছারি, দোকানপাট, মন্দির–মসজিদ–সহ রেস্তোরাঁ, শপিং মল। আপাতত করোনাকে সঙ্গী করেই জনজীবন স্বাভাবিক হওয়ার দিকে। কিন্তু এই পরিস্থিতিতেও করোনার আক্রান্তের সংখ্যায় কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না। রোজ রেকর্ড গড়ছে ভাইরাসের দাপট। আগামী ১৬ ও ১৭ জুন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা সংকট নিয়ে ছ’ বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সর্বশেষ বৈঠক হয়েছিল ১২ মে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের সঙ্গে কথা হবে ১৬ জুন। পরের দিন প্রধানমন্ত্রী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ১৫টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলে খবর। দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছচ্ছে। তাই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে ফের পরিস্থিতি পর্যালোচনা করতে চাইছেন প্রধানমন্ত্রী। আগেও লকডাউনের মাঝে বারবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।
উল্লেখ্য, দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড হয়েছে শুক্রবার। এদিন সংখ্যাটা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। এই সংখ্যার হিসাবে ভারত বিশ্বে চার নম্বর জায়গায় রয়েছে। ধীরে ধীরে সম্পূর্ণ আনলকের পথে হাঁটতে হবে গোটা দেশকেই। সেই পরিস্থিতিতে কীভাবে সংক্রমণে বাঁধ দেওয়া যাবে তা নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা সেরে নিতে চলেছেন প্রধানমন্ত্রী।
