In a message to the people of the country, the Prime Minister wrote, "On World Environment Day, we recall the commitment to preserve the best biodiversity of our planet." The theme for this year's Environment Day is Biodiversity. Losing biodiversity could lead to the spread of more deadly infectious diseases, such as corona. The Ministry of Environment is celebrating Virtual Environment Day this year due to various restrictions.
দেশ লিড নিউজ

জাতির উদ্দেশ্যে পরিবেশ বার্তা প্রধানমন্ত্রীর

এবার জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লকডাউন বা আনলক ওয়ান নিয়ে নয়। এমনকী দেশের মানুষের জন্য বিশেষ প্যাকেজ নিয়েও নয়। বিশ্ব পরিবেশ দিবসে জীববৈচিত্র্য রক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসুধাকে বাঁচাতে সবাইকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে বলেছেন তিনি। কিন্তু তিনি নিজে বা তাঁর মন্ত্রক কী করবে সে বিষয়ে কিছু বলেননি।
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস। তাই ট্যুইটে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, বিশ্ব পরিবেশ দিবসে আমাদের গ্রহের উত্‍‌কৃষ্টমানের জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকারের কথা স্মরণ করি। প্রাণীকুল এবং উদ্ভিদকুলকে রক্ষা করতে আমরা সংগঠিতভাবেএগিয়ে আসি, যাতে পৃথিবী আরও উন্নত হয়। আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর বসুন্ধরা যেন রেখে যেতে পারি।
জানা গিয়েছে, চলতি বছর পরিবেশ দিবসের থিম জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য হারালে করোনার মতো ভয়ংকর আরও সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। এই বছর নানা বিধিনিষেধ থাকায় ভার্চুয়ালি পরিবেশ দিবস পালন করছে পরিবেশ মন্ত্রক। ভারতে জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়। কারণ বিশ্ব জনসংখ্যার ১৬ শতাংশ ও বিশ্ব প্রাণীসংখ্যার ১৬ শতাংশ ভারতে, যারা থাকে বিশ্ব ভূমির মাত্র ২.৫ শতাংশ এলাকায়।