দেশ ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী বৈঠক কলাইকুণ্ডায়

শুক্রবার ইয়াসের ধ্বংলীলা সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলাইকুণ্ডায় মোদী–মমতা বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, শুক্রবার থেকেই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। শুক্রবার হেলিকপ্টারে তিনি প্রথমে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ, তারপর তিনি যাবেন দক্ষিণ ২৪ পরগণার সাগরে৷ সবশেষে তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের দিঘায়৷
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশা থেকে ফেরার পথে দিঘা হয়ে কলাইকুণ্ডায় নামবেন তিনি। সেখানেই রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা একটা বৈঠক করব। সন্দেশখালি, সাগর এবং দিঘা—তিন জায়গাতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ শনিবার কলকাতায় ফিরবেন তিনি৷ শুক্রবারই বাংলা ও ওড়িশা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আকাশপথে ওড়িশার ভদ্রক, বালাসোর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাও। এরপর ভুবনেশ্বরে রিভিউ মিটিং করবেন তিনি। যদিও মমতা এদিন জানিয়েছেন, কলাইকুণ্ডায় নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে বৈঠক করবেন। সেখানে মোদীর সঙ্গে তিনি ও মুখ্যসচিব বৈঠক করবেন। এরপর দিঘায় চলে যাবেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।
ঘূর্ণিঝড় ইয়াস কোথায় কতটা ক্ষতি করেছে, এবার তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করে দেখবেন তিনি। ঘুরে দেখবেন ওড়িশা ও বাংলা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে। ত্রাণের জন্য হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। দুয়ারে সরকারের মতো দুয়ারে ত্রাণের ব্যবস্থা করব। গ্রাম পঞ্চায়েত ও ব্লক পর্যায়ে চলবে এই কর্মসূচি। ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণ পরিষেবা শুরু করা হবে। ত্রাণের জন্য আবেদন করার বাক্স থাকবে। সেখানে আবেদন করা যাবে। ১৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। প্রতিটি আবেদনপত্র খুঁটিয়ে দেখা হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সময় নেব। ১ জুলাই তেকে ৮ জুলাইয়ের মধ্যে ত্রাণ ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।’‌