করোনাভাইরাস মহামারীর মধ্যে এই নিয়ে ষষ্ঠবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার থেকে শুরু হচ্ছে আনলক–২। তার আগে মঙ্গলবার দেশবাসীকে করোনা মোকাবিলায় ফের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী তিন মাস দেশের গরীব মানুষদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে গরীবদের বিনামূল্যে চাল, গম আরও পাঁচ মাস দেওয়া হবে। নভেম্বরের শেষ পর্যন্ত এটা চলবে বলে জানালেন নরেন্দ্র মোদী।
আজ তাঁর ভাষণে মোদী বলেন, ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়িয়ে দেওয়া হল নভেম্বর পর্যন্ত। এই প্রকল্পে দেশের গরীব পরিবারের প্রতিটি সদস্যকে মাথাপিছু প্রতিমাসে ৫ কেজি গম বা চাল দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে মাসে ১ কেজি ডাল দেওয়া হবে। এতে উপকৃত হবে দেশের ৮০ কোটি মানুষ। তার জন্য খরচ হবে ৯০ হাজার কোটি টাকা।’
গত তিন মাসে এই যোজনার খরচ যোগ করলে মোট খরচ দাঁড়াবে দেড় লক্ষ কোটি টাকা। এদিন তিনি জানান, ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের থেকে ভাল। করোনা মহামারীর সঙ্গে লড়তে লড়তে আমরা আনলক দুইয়ে প্রবেশ করছি। এই মরসুমে জ্বর, সর্দি, কাশিও হয়। নিজেদের যত্নে রাখুন। কনটেইনমেন্ট জোনে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। লকডাউনের সময়ে সাধারণ মানুষ যে সাবধানতা অবলম্বন করেছিলেন এখন আনলক–১ শুরু হতেই সেটা কমে গিয়েছে। কিন্তু সেটা করলে চলবে না। দেশের নাগরিকদের এখনও সতর্ক থাকতে হবে।
গরীব কল্যাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই থেকে ধীরে ধীরে উৎসবের মরসুম শুরু হয়। অনেক উৎসব আসছে পর পর। উৎসবের সময় প্রয়োজনও বাড়ে, খরচও বাড়ে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিওয়ালি ও ছট পুজো তথা নভেম্বর মাসের শেষ পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে পরিবারপিছু বিনামূল্যে ৫ কিলো রেশন আর ১ কিলো ডাল দেওয়া হবে।