দেশ ব্রেকিং নিউজ

Narendra Modi: দু’দিনের উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী, একাধিক প্রকল্প শিলান্যাসের কথা

দুই দিনের সফরে শুক্রবার উত্তরাখন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ৫৭০ কিলোমিটার দীর্ঘ গৌরী কুন্ডু কেদারনাথ রূপে এবং দেরাদুনের সাথে ঋষিকেশ যোশিমঠ এবং বদ্রীনাথ এর মত হিন্দু তীর্থযাত্রী কেন্দ্রস্থল গুলির সংযোগকারী জাতীয় সড়ক ছাদের রাস্তা প্রশস্তকরণসহ কেদারনাথ এবং বদ্রীনাথ ধামে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।

উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী আগমনের আগেই কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দির দুটি ফুল দিয়ে সাজানো হয়। শুক্রবার সকালেই কেদারনাথের ৯.৭ কিলোমিটার দীর্ঘ গৌরী কুন্ডু কেদারনাথ রোপওয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই প্রথম নয়, প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার কেদারনাথ সফরে গিয়েছেন তিনি। কেদারনাথ সফরে পৌঁছানোর পর মহাদেবের পুজো করেন প্রধানমন্ত্রী। তবে মোদীর পোশাক সবাইকে চমকে দিয়েছে।

কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। বদ্রীনাথ ধামের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথ এবং বদ্রীনাথ সফরে একাধিক কর্মসূচি রয়েছে। একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথাও রয়েছে। খবর, প্রায় ৩৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। রোপওয়ের প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এমনকি যে প্রকল্পগুলি উদ্বোধন আগে করেছিলেন সেগুলি কি অবস্থায় রয়েছে তাও খতিয়ে দেখবেন তিনি। মোদীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।