করোনাভাইরাস গ্রামাঞ্চলে যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে তা দেখার জন্য মুখ্যমন্ত্রীদের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সে হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে এল পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা। আসলে পরিযায়ী শ্রমিকরা নিজেদের গ্রামে ফিরলে বাড়তে পারে করোনা সংক্রমণ। এই আশঙ্কা থেকেই নজর রাখার কথা বলেছেন তিনি।
লকডাউন এবং দেশের আর্থিক পরিস্থিতি–সহ একাধিক বিষয় নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি ওই কথা বলেন বলে খবর। প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা লড়াইয়ে বিশ্ব এটা মেনে নিয়েছে যে কোভিড–১৯ মোকাবিলায় আমরা সফলভাবে লড়াই চালিয়েছি। এই লড়াইয়ে রাজ্য সরকারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত এবং এই বিপদ ঠেকাতে যথাযথ দায়িত্ব পালন করেছে। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হল করোনা যেন গ্রামাঞ্চলে ছড়িয়ে না পড়ে।’
পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যেখানে আছে সেখানেই যাতে থাকে তার উপর জোর দিয়েছি আমরা। মানুষ তাঁর বাড়ি যেতে চাইবে এটা তাঁদের মানবপ্রবৃত্তি। তাই আমাদের কিছু সিদ্ধান্ত বদল করতে হয়েছে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে যাতে রোগটি আর না ছড়ায় এবং গ্রামে চলে না যায়। এটাই আমাদের বড় চ্যালেঞ্জ।’ দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টানা বৈঠক চলছে। ওই বৈঠক রাত সাড়ে ৯টা পর্যন্ত চলতে পারে। সন্ধ্যে ৬টায় আধ ঘণ্টার বিরতি নিতে পারেন প্রধানমন্ত্রী বলে খবর।
